অগ্নিগর্ভ বাংলাদেশে বাংলার কতজন আটকে? পথে নামল নবান্ন

ক্রমেই আরও উত্তপ্ত হচ্ছে বাংলাদেশ।

author-image
Aniruddha Chakraborty
New Update
nabammmmma.webp

file pic

নিজস্ব সংবাদদাতাঃসংরক্ষণ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তাল বাংলাদেশ। এদিকে দেশের বহু পড়ুয়া ও সাধারণ মানুষ বাংলাদেশে আটকে রয়েছেন। ট্রেন চলাচল ব্যাহত। ফলে চাইলেও ফেরা সহজ হচ্ছে না। এরইমধ্যে এই রাজ্যের পড়ুয়া বা অন্য কেউ আটকে আছে কিনা তা নিয়ে খোঁজ খবর শুরু করল নবান্ন।

সূত্রে খবর, শনিবার নবান্নের তরফ থেকে দিল্লিতে যোগাযোগ করা হয়। রাজ্যের রেসিডেন্সিয়াল কমিশনারকেও ফোন করা হয়। বলা হয়, বাংলাদেশে থাক এই রাজ্যের ছাত্র-ছাত্রীরা ও পর্যটকের অবস্থা নিয়ে বিদেশ মন্ত্রকের সঙ্গে নিয়মিত সমন্বয় রেখে চলতে।