নিজস্ব সংবাদদাতা: নবান্ন অভিযান আটকাতে পুলিশের ব্যারিকেড বানানোকে নিয়ে এবার চরম কটাক্ষ করলেন বাংলার নেতা তথাগত রায়।
/anm-bengali/media/media_files/yDWdubdldut0y8uJ8OMp.png)
তথাগত রায় বলেছেন, "এত তরিবৎ করা বানানো ব্যারিকেডও নিরস্ত্র ছাত্ররা এত সহজে ভেঙে দিল ? এখানেও ঘুষ খেয়েছে ! হে ভগবান !" তার এই ট্যুইট ঘিরে চরম শোরগোল পড়ে গিয়েছে।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
নবান্ন অভিযান: পুলিশ ব্যারিকেড বানানোর ক্ষেত্রেও ঘুষ খেয়েছে! বড় মন্তব্য এবার বাংলারই নেতার, চরম শোরগোল
কি বললেন বাংলার নেতা?
File Picture
নিজস্ব সংবাদদাতা: নবান্ন অভিযান আটকাতে পুলিশের ব্যারিকেড বানানোকে নিয়ে এবার চরম কটাক্ষ করলেন বাংলার নেতা তথাগত রায়।
তথাগত রায় বলেছেন, "এত তরিবৎ করা বানানো ব্যারিকেডও নিরস্ত্র ছাত্ররা এত সহজে ভেঙে দিল ? এখানেও ঘুষ খেয়েছে ! হে ভগবান !" তার এই ট্যুইট ঘিরে চরম শোরগোল পড়ে গিয়েছে।