গর্জন নিয়ে শুরু হলেও সামান্য পথ পেরিয়েই থমকে গেল সংগ্রামী যৌথ মঞ্চের নবান্ন অভিযান

শেষপর্যন্ত তা রেল মিউজিয়াম পর্যন্ত গিয়েই থেমে যায়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফরে। আর ঠিক সেই সময়েই নবান্ন অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে উঠল হাওড়া। হাইকোর্টের অনুমতি না পাওয়া সত্ত্বেও সোমবার দুপুরে পথে নামে সংগ্রামী যৌথ মঞ্চ-সহ একাধিক সংগঠন। হাওড়া স্টেশন থেকে নবান্নের উদ্দেশে শুরু হয় মিছিল, যদিও শেষপর্যন্ত তা রেল মিউজিয়াম পর্যন্ত গিয়েই থেমে যায়।

সোমবার দুপুর ১২টা নাগাদ হাওড়া স্টেশনে জড়ো হন বিভিন্ন সংগঠনের আন্দোলনকারীরা। সাড়ে ১২টার সময় ‘নবান্ন অভিযান’ শুরু হয় ফরশোর রোড ধরে। হাজারও পুলিশি নিষেধাজ্ঞা ও হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে তারা এগিয়ে চলেন।

তবে, রেল মিউজিয়াম থেকে রামকৃষ্ণপুর ঘাটের মাঝপথেই আটকে যায় মিছিল। পুলিশের ব্যারিকেডে বাধা পেয়ে অবস্থান বিক্ষোভে বসেন আন্দোলনকারীরা। তাদের সামনে জলকামান, আর পিছনে গার্ডরেলের পেছনে দাঁড়ানো বিশাল পুলিশ বাহিনী। তবে তারা কিছু না করেই অবস্থানে বসে পড়েন। শেষ খবর পাওয়া পর্যন্ত, শান্তিপূর্ণ ভাবে সেখানেই অবস্থানে বসে রয়েছেন আন্দোলনকারীরা।