New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে বড় সিদ্ধান্ত রাজ্য প্রশাসনের। সোমবার 'যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ'-র ডাকে আয়োজিত নবান্ন অভিযানের মধ্যেই জানানো হয়েছে, আন্দোলনকারীদের ২০ জনের একটি প্রতিনিধিদল মুখ্যসচিবের সঙ্গে আলোচনার জন্য নবান্নে যেতে পারে। সেই মতো, ইতিমধ্যেই ২০ জন চাকরিহারা আন্দোলনকারী গিয়েছেন নবান্নে। সেখানে তারা এই লক্ষ্য নিয়েই গেছেন যে, মুখ্যমন্ত্রীর সঙ্গেও তাদের দেখা হবে। তবে রাজ্যের তরফে জানানো হয়েছে মুখ্যসচিবই তাদের সাথে কথা বলবেন। এখন দেখার বিষয় শেষমেশ কাদের দাবি মান্যতা পায়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/zfeoCtxyY1WgrqcCkQtz.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us