/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: সন্দেশখালিতে ২০২৪ সালে ইডি-অফিসারদের ওপর হামলার ঘটনায় অন্যতম প্রধান সাক্ষীর ছেলে আদালতে যাওয়ার পথে দুর্ঘটনায় মারা গেছেন। এই মৃত্যুকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে, বিশেষত যেহেতু বিষয়টি জেলায় জেলে থাকা ও স্থগিতপ্রাপ্ত তৃণমূল নেতা শাহজাহান শেখের মামলার সাথে যুক্ত।
দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, সাক্ষীকে নিরাপত্তা দেওয়া প্রশাসনের দায়িত্ব, কিন্তু সেই দায়িত্ব পালনে ঘাটতি স্পষ্ট। পূর্ণাঙ্গ তদন্তের আগে মন্তব্য করা ঠিক নয় বলেও তিনি জানান, তবে সিবিআই এবং পুলিশের যৌথভাবে সম্পূর্ণ তদন্ত করা জরুরি বলে মত প্রকাশ করেন।
শুভঙ্কর সরকার অভিযোগ করেন, রাজ্যে ইডি, সিবিআই, পুলিশ—সব সংস্থাই একে অপরের সঙ্গে মিলে কাজ করছে, যার ফলে ন্যায়বিচারের কোনও স্পষ্ট পথ দেখা যাচ্ছে না। তাঁর বক্তব্যে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আবারও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us