/anm-bengali/media/media_files/Z1M1eSN5KAzVVjf0hEAc.jpg)
নিজস্ব সংবাদদাতা: এবার অভিনেত্রী পাপিয়া অধিকারীকে সোজা নিশানা করলেন কুণাল ঘোষ।
/anm-bengali/media/media_files/jsbyeTdV5gNGYkyAljj6.jpg)
কুণাল ঘোষ বলেছেন, "পাপিয়া অধিকারী নামে এক প্রাক্তন নায়িকা, একদা সিপিএম, পরে বোধহয় বিজেপি প্রকাশ্যে আমাকে চড় মারবেন, চুল ধরে টানবেন, মানে খামচাখামচি টাইপের হুমকি দিয়েছেন দেখলাম। আমার চুল কমে এসেছে। সেগুলোতে নজর দেওয়া ঠিক নয়। বরং চুল বাড়ার কোনো ওষুধ থাকলে জানান। ফুটেজ খাচ্ছেন খান। শুভেচ্ছা"।
/anm-bengali/media/media_files/L0ExEKkl96PJ4fpEZ1yN.jpg)
উল্লেখ্য ইতিপূর্বে তিনি পাপিয়া অধিকারীর মন্তব্যের ভিডিও প্রকাশ করেন নিজের এক্স হ্যান্ডেলে।
পাপিয়া অধিকারী নামে এক প্রাক্তন নায়িকা, একদা সিপিএম, পরে বোধহয় বিজেপি প্রকাশ্যে আমাকে চড় মারবেন, চুল ধরে টানবেন, মানে খামচাখামচি টাইপের হুমকি দিয়েছেন দেখলাম।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 9, 2024
আমার চুল কমে এসেছে। সেগুলোতে নজর দেওয়া ঠিক নয়। বরং চুল বাড়ার কোনো ওষুধ থাকলে জানান।
ফুটেজ খাচ্ছেন খান। শুভেচ্ছা।
দেখলাম।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 9, 2024
মহিলা বলে সুযোগ নিলেন।
চড়??? মনে রাখলাম।
RGKar এ কোনো অন্যায় সমর্থন করিনি। ভুলকে ভুল বলেছি। ন্যায়বিচার চাই।
ধানতলা, বানতলায় কোথায় ছিলেন ????
হ্যাঁ, জেলে ছিলাম। দোষী নই। লড়ছি আইনে।
আর জোড়া খুনের সাজাপ্রাপ্ত 12 বছর জেলে থাকা কমরেডকে নিয়ে বিচার মিছিল?
নাটক করছেন। https://t.co/yFnkSeWU3n
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)