New Update
/anm-bengali/media/media_files/FNMAuSR1V8J3zKzi2ZdD.webp)
নিজস্ব সংবাদদাতা : এবার মহেশতলায় বাড়ির কাছেই এক নার্সের মৃতদেহ উদ্ধার করার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র মহেশতলা জুড়ে। মৃতের নাম শিল্পী বিবি। সূত্রের খবর অনুযায়ী আজ নিজের বাড়ির কাছেই অচৈতন্য অবস্থায় পরে থাকতে দেখা যায় শিল্পী বিবিকে। এরপর তাকে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষনা করেন সেখানকার ডাক্তাররা। পেশায় একজন নার্স ছিলেন শিল্পী। শিল্পীকে খুন করা হয়েছে বলেই অভিযোগ করেন তার স্বামী।