New Update
/anm-bengali/media/media_files/8VkJKGXTRkoRZ1uQCTzK.webp)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: পুর নিয়োগ মামলা নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে। এই মামলার অন্যতম অভিযুক্ত হলেন অয়ন শীল। এবার তার সম্বন্ধেই চাঞ্চল্যকর তথ্য দিল সিবিআই। অয়নের জন্য নাকি আত্মঘাতী হন তারই এক কর্মী যা রয়েছে চার্জশিটে।
আর এক কর্মচারীকে জেরা করে 'বড়বাবু'র নাম জানা গেছে। ঘনিষ্ঠমহলে 'বড়বাবু' নামে পরিচিত ওই ব্যক্তির নাম শ্রীকুমার চট্টোপাধ্যায়। চাকরিপ্রার্থীদের থেকে টাকা তুলে অয়নের হাতে তুলে দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে।
/anm-bengali/media/post_attachments/bded36de3b0e85b2d1072da7a4342b1b689f6b53c6f091a2458941d0ee7278a1.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us