New Update
/anm-bengali/media/media_files/TWxCs5eZbaDpLpW5Ijlm.png)
প্রতীকী ছবি
নিজস্ব সংবাদদাতাঃ দিল্লিতে গিয়েছেন মুকুল রায় (Mukul Roy) বিজেপিতে যোগ দিতে, এমন জল্পনার মাঝেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় (Subhranshu Roy)। অসুস্থ মানুষকে নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে এর আগে তিনি দাবি করেছেন। এবার আবার মুকুল রায়ের দিল্লি যাত্রার উদ্দেশ্যকে চক্রান্তের তকমা দিয়ে দিলেন মুকুল পুত্র। তাঁর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) বদনাম করতে রাজনীতি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা (CM Mamata Banerjee) নিজে দুইবার নেতার খোঁজ নিয়েছেন বলে দাবি। শুভ্রাংশু দাবি করলেন যে মমতা এবং অভিষেক দুজনেই পাশে রয়েছেন রায় পরিবারের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us