New Update
/anm-bengali/media/media_files/wJZxf3ZZ7GzJETlxUoSn.png)
মুকুল রায়
নিজস্ব সংবাদদাতা: মুকুল রায়ের (Mukul Roy) দিল্লিযাত্রা নিয়ে উত্তাল বাংলা এবং দেশের রাজনীতি। তৃণমূলে (TMC) প্রত্যাবর্তনের সময়ে মানসিক স্বাস্থ্য (Mental Health) ঠিক ছিল না, বললেন মুকুল রায়। আত্মীয় বিয়োগের কারণে মানসিক চাপে ছিলেন তিনি ওই সময়ে। তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ, নিজেই এমনটা জানালেন। সেই সঙ্গে দৃপ্তকণ্ঠে ঘোষণা করলেন বিজেপিতে ছিলেন, বিজেপিতে আছেন, বিজেপিতেই (BJP) থাকবেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us