New Update
/anm-bengali/media/media_files/TWxCs5eZbaDpLpW5Ijlm.png)
প্রতীকী ছবি
নিজস্ব সংবাদদাতা: ২৪ ঘণ্টা কেটে যাওয়ার পর নিজের অন্তর্ধান নিয়ে অবশেষে বুধবার মুখ খুললেন মুকুল রায় (Mukul Roy)। দাবি করলেন, ছেলের সঙ্গে মনোমালিন্যের জেরেই দিল্লি চলে এসেছেন এই নেতা। মুকুলবাবু সরাসরি বলেন যে তিনি নিখোঁজ হয়েছেন বা কেউ তাঁকে অপহরণ (Kidnap) করেছে এই কথা ঠিক নয়। তিনি স্বেচ্ছায় দিল্লি এসেছেন। পারিবারিক বিবাদের (Family Dispute) জেরে দিল্লি চলে এসেছেন তিনি। ছেলের সঙ্গে থাকবেন না বলে চলে এসেছেন আলাদাভাবে থাকতে। এখন এখানেই থাকবেন বলে জানিয়ে দিলেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us