মুখ্যমন্ত্রী মমতার রাজ্যে শাহি সফর! কটাক্ষ সাংসদের

শুরু হয়ে গিয়েছে পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলির পরিকল্পনা। চলতি মাসেই বঙ্গে আসার সম্ভাবনা নরেন্দ্র মোদী-অমিত শাহ-জেপি নাড্ডার। এ নিয়ে মুখ খুুললেন তৃণমূল সাংসদ ডঃ শান্তনু সেন।

author-image
Pallabi Sanyal
New Update
123

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে বড়সড় পরিকল্পনা করছে রাজ্যের  প্রধান বিরোধী দল বিজেপি। চলতি মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে হতে পারে শাহি সফর। তবে এবার আর অমিত শাহ একা নন, সঙ্গী হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এর আগে লোকসভা নির্বাচন থেকে বিধানসভা নির্বাচন, বঙ্গ সফরে জোর কদমে প্রচারকার্য চালাতে এসেছেন বিজেপির শীর্ষ নেতৃত্বরা।  যদিও রাজ্যের মসনদ দখলের লড়াইতে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগেও তিনটি বড় সভার পরিকল্পনা রয়েছে বঙ্গ বিজেপির।  দিনক্ষণ চূড়ান্ত না হলেও হাইভোল্টেজ সভা নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ ডঃ শান্তনু সেন। কটাক্ষের সুরে তিনি বলেন, ''২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেও এ রাজ্যে ডেইলি প্য়াসেঞ্জারি করেছেন মোদী-শাহ সহ বিজেপির এক ঝাঁক নেতারা। জলের মতো টাকা খরচ করেছে বিলাস বহুল হোটেলে থাকা থেকে মিথ্যা অপপ্রচারের কাজে।'' মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের সুখ্যাতি করে সাংসদ শান্তনু বলেন,  ''ওনারা বাংলায় ঘুরে বেড়ান, থাকুন। উন্নয়নকে পর্যবেক্ষণ করুন। নির্বাচনের জন্য এত কিছু করে কোনও লাভ নেই।''