Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/za8iQqyXYydZrLyb0VBV.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃইডেনে তখন হাজার হাজার সমর্থক। কয়েক মিনিট আগেই দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়েছে ভারত। ২৪৩ রানে বাভুমাদের হারিয়েছে রোহিত ব্রিগেড। জাদেজা-সামির দাপটে ৮৩ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। আর এই ম্যাচ শেষ হতেই বিপত্তি হয়। ভারতের জয় সেলিব্রেট করতে ইডেনের বাইরে আতস বাজি পোড়ানো হয়। আর তাতেই ভয় পেয়ে ছোটাছুটি শুরু করে মাউন্টেড পুলিশের ঘোড়া। ঘটনায় গুরুতর আহত এক পুলিশকর্মী। আহত হন বেশ কয়েকজন সমর্থকও।
জানা গিয়েছে, বাজিতে আগুন দিতেই মাউন্টেড ঘোড়াগুলো ইতিউতি ছুটতে শুরু করে। সামাল দিতে গিয়ে গুরুতর আহত হন দুই পুলিশকর্মী। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাউন্টেড পুলিশের একজন সওয়ার ও একজন সিপাই আহত হয়। আহত হয়েছে চারটি ঘোড়াও। পুলিশ কর্মীদের দেখতে হাসপাতালে যান কলকাতার সিপি বিনীত গোয়েল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us