New Update
/anm-bengali/media/media_files/2S3DvPIHCz0nxHpiW6hX.jpg)
মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা : ছবি আঁকা থেকে লেখালেখি- মুখ্যমন্ত্রীর সৃষ্টির সঙ্গে জড়িয়ে থাকে 'মা'। আর সেই মাকে জড়িয়েই বিশেষ কবিতা পোস্ট করলেন মাতৃ দিবসে। মায়ের কোলে স্বস্নেহে বড় হয়ে ওঠা থেকে, বিপদের সময় আশ্রয়স্থল সেই মায়ের কোলই। জীবনে যা কিছু শেখা-জানা সবটাই মায়ের থেকে। যে শত ক্লান্তিকে দূরে ঠেলে সন্তানকে আগলে রাখে নিজের সবটুকু দিয়ে সেই হল মা। মুখ্যমন্ত্রীর পাঁচ স্তবকের কবিতায় শুধুই মা আর মা। আমাদের জীবনের সঙ্গে যেভাবে মা ওতোপ্রোতোভাবে জড়িয়ে থাকে, মুখ্যমন্ত্রীও কবিতায় সেই ভাবেই মাকে উপস্থাপন করেছেন।
— Mamata Banerjee (@MamataOfficial) May 14, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us