'লজ্জায় মুখ লুকিয়েছেন মা দুর্গা, সন্তানকে বাঁচাতে না পেরে মুখ লুকিয়ে রেখেছেন তিনি'- ছবি সামনে এনে শোরগোল ফেলে দেওয়া হল

কি ছবি সামনে আনা হল?

author-image
Aniket
New Update
v

নিজস্ব সংবাদদাতা: এবার মা দুর্গার ভিন্ন রূপ সামনে এনে শোরগোল ফেলে দেওয়া বার্তা দিলেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পল। তিনি বলেছেন, "মা দুর্গা লজ্জায় মুখ লুকিয়েছেন। প্রতি বছর, দেবী তার সন্তানদের সাথে দশটি অস্ত্র নিয়ে পৃথিবীতে আগমন করেন। এই ইমেজ আমরা বড় হয়েছি। আমরা মা দুর্গার নানা রূপ দেখেছি, কিন্তু এই শহরের পরিবেশে দেবী এখন লজ্জিত। সন্তানকে বাঁচাতে না পেরে মুখ লুকিয়ে রেখেছেন। তার দশ হাত থেকে অস্ত্র চলে গেছে, এবং তার করুণাময় মুখ এখন ব্যথা এবং অপমানের ভার বহন করে।রবীন্দ্রনাথ ঠাকুরের "লজ্জা" কবিতার লাইন আমার মনে প্রতিধ্বনিত হয়:

  agnimitraaa

**Shame**  
"My heart, my life,  
I’ve given them all,  
Only this shame I’ve kept.  
Looking at myself  
Day and night with care,  
I’ve hidden myself with utmost caution."

agnimitraaak

মা লজ্জায় মুখ লুকায়। এই লজ্জা আমার, এই লজ্জা তোমার। হাসপাতালের ভেতরেই খুন হয়েছেন এক চিকিৎসক। কিন্তু এখন লজ্জা ক্ষোভে রূপান্তরিত হয়েছে। দেবীকে মুখ লুকানোর জন্য দায়ী ব্যক্তিরা অবশ্যই বিচারের মুখোমুখি হবেন।