'নথি ছাড়া রাজনীতি করতে দিল্লিতে মমতার প্রতিনিধিরা,' বিস্ফোরক অভিযোগ

বুধবার সকালে কলকাতায় কালীঘাটে পুজো দিয়ে গিয়েছিলেন সাধ্বী জ্যোতি।

author-image
SWETA MITRA
New Update
sadhwi.jpg

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি (Sadhwi Niranjan Jyoti)। আর বাংলায় পা রেখেই তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তিনি জানান, ‘নথি ছাড়া রাজনীতি করতে দিল্লি গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা। তৃণমূল ধর্না দিতে চেয়েছিল। কেন্দ্র কোনও টাকা আটকায়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য কাজ ছেড়ে আড়াই ঘণ্টা বসেছিলাম। প্রথমে ওরা বলেছিল, ৫ জন দেখা করবে। তারপর বলল ১০ জন দেখা করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন বলেছিলেন। আমি রাজি হয়েছিলাম দেখা করতে। তারপর ওরা বলল, প্রতিনিধি নয়, জনতার সঙ্গে দেখা করতে হবে।  বাংলার মানুষের কথা ভাবা নয়, এদের মূল উদ্দেশ্যই ছিল ধরনা দেওয়া।  আমরা কারও টাকা বন্ধ করিনি। যদি টাকা বন্ধ করাই লক্ষ্য হত, তাহলে অন্যান্য প্রকল্পের সব টাকা বন্ধ করে দেওয়া হত।”