‘আমি মর্মাহত’: বিদেশ প্রতিমন্ত্রী আর কে রঞ্জন সিং

মুহুর্মুহু হিংসায় বিপর্যস্ত মণিপুর (Manipur)। প্রায় প্রত্যেকদিনই অশান্ত হয়ে উঠছে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্য। এদিকে রাজ্যের এহেন পরিস্থিতি নিয়ে এএনএম নিউজে মুখ খুললেন মণিপুরের সংসদ সদস্য, বিদেশ ও শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ রাজকুমার রঞ্জন সিং।

author-image
SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
beng_cover rk.jpg

অভিজিৎ নন্দী মজুমদার

মণিপুরে হিংসা অব্যাহত রয়েই গেছে। মণিপুরে এই ধরনের হিংসার মূল কারণ কী? যে মায়ানমার নিজেই অস্থির, তারা কি করে ভারত সীমানায় অস্থিরতার কারণে হতে পারে? মণিপুর সংকটের সমাধানই বা কী? হিংসার আগুনে পুড়ে যাওয়া বাড়ির পুনর্নির্মাণ কবে করবেন তিনি? মণিপুরের সংসদ সদস্য, বিদেশ ও শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ রাজকুমার রঞ্জন সিং এএনএম নিউজের প্রধান সম্পাদক অভিজিৎ নন্দী মজুমদারের সাথে একটি খোলামেলা সাক্ষাত্কারে নিজের মনের কথা তুলে ধরেছেন।