বিরাট স্টেপ CBI- এর! ১০০-রও বেশি অফিসার কলকাতায়

রাজ্যজুড়ে মামলার ছড়াছড়ি। একের পর এক নিয়োগ এবং অন্যান্য বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা গিয়েছে সিবিআইয়ের হাতে। এবার বড় পদক্ষেপ নিল এই কেন্দ্রীয় সংস্থা।

New Update
cbiraid

নিজস্ব সংবাদদাতা: গত ২ বছরে একাধিক মামলায় সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ভোট পরবর্তী হিংসা মামলা থেকে শুরু করে বগটুই গণহত্যা (Bogtui Massacre), সব ক্ষেত্রেই এই কেন্দ্রীয় সংস্থা করছে তদন্ত। এছাড়াও রয়েছে এই রাজ্যের নিয়োগ সংক্রান্ত (Recruitment Scam) একাধিক মামলা। এবার বড় সিদ্ধান্ত নিল সিবিআই। অন্য রাজ্য থেকে ডেপুটেশনে অতিরিক্ত আধিকারিক আসছেন বাংলায়। সিবিআই-এর হাতে এই মুহূর্তে থাকা গুরুত্বপূর্ণ কিছু মামলা হল এসএসসি ও প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা, গরু পাচার (Cow Smuggling) ও কয়লা পাচার (Coal Scam) মামলা, বগটুই কাণ্ড, ভোট পরবর্তী হিংসা মামলা। ভিন রাজ্য থেকে এবার বাংলায় পাঠানো হবে ১০০-র বেশি উচ্চপদস্থ সিবিআই আধিকারিককে। চলতি মাস থেকেই প্রক্রিয়া চালু হচ্ছে।