RG Kar Issue: প্রতিবাদে রাস্তায় মোহনবাগান অধিনায়ক, নিরাপদ দেশ গড়ে তুলার লড়াই-করলেন বড় টুইট

আরজি কর ইস্যু নিয়ে এবার বড় মন্তব্য করলেন মোহনবাগান অধিনায়ক সুভাশিস বোস।

author-image
Aniruddha Chakraborty
New Update
ল;ক্মন

নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর ইস্যু নিয়ে রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে একত্রিত হয়ে প্রতিবাদ শুরু করে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সমর্থকরা। বৃষ্টি মাথায় নিয়ে এদিন প্রতিবাদ দেখায় দুই দলের সমর্থকরা। এসবের মধ্যে যুবভারতীর বাইরে সমর্থকদের মাঝে দেখা যায় মোহনবাগান অধিনায়ক সুভাশিস বোসকে। এই ঘটনার বিষয়ে রবিবার রাতে এক টুইট বার্তায় মোহনবাগান অধিনায়ক সুভাশিস বোস বলেন, "আরজি করের ঘটনাটি একেবারেই ভয়ঙ্কর এবং মনকে অসাড় করে দিয়েছিল, তবে সত্যকে আড়াল করার এবং জনগণকে চুপ করানোর জন্য কর্তৃপক্ষের প্রচেষ্টার সঙ্গে যে বিবরণ বেরিয়ে আসছে তা হতবাক করার মতো। সমাজ হিসেবে আমরা আমাদের নারীদের বারবার ব্যর্থ করেছি। কিন্তু এখন, আসুন আমরা আমাদের কণ্ঠস্বর শোনার জন্য যা করতে পারি তা করি। তারা অনুষ্ঠান বাতিল করতে পারে, সমাবেশ রোধ করতে পারে এবং বিক্ষোভ বন্ধ করতে পারে, কিন্তু আমাদের অবশ্যই ন্যায়বিচারের দাবি, আমাদের নারীদের জন্য আমাদের দাবি অব্যাহত রাখতে হবে।" 

তিনি আরও বলেন, "এ লড়াই শুধু নারীর জন্য নয়, প্রত্যেক বাবা, ভাই, স্বামী, প্রেমিক-প্রেমিকা, বন্ধুর লড়াই। আমরা যাদের ভালোবাসি তাদের জন্য একটি নিরাপদ দেশ গড়ে তুলতে লড়াই করা আমাদের প্রত্যেকের দায়িত্ব।"