New Update
/anm-bengali/media/media_files/GhxnR251jyemQuKybtki.webp)
নিজস্ব সংবাদদাতাঃ আজ আরামবাগে প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য প্রসঙ্গে টুইট করেছেন দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেছেন, “২০২১ সালের নির্বাচনে প্রতি মিনিটে একবার করে দিদির নাম নিতেন। আজকের বক্তব্যে বারংবার টিএমসি উচ্চারণ করলেও ‘মমতা’ নামটা সেভাবে উচ্চারণ করেননি। মোদী সাহেব বুঝেছেন, বাংলা তার মেয়েকে কতটা ভালোবাসে। তাই গতবারের মতো দিদির নাম নিয়ে ভরাডুবির রাস্তা গ্রহণ করতে চাননি। এই ভয় ভালো লক্ষণ। ইয়ে ডর হামে আচ্ছা লাগা।”
২০২১-এর নির্বাচনে প্রতি মিনিটে একবার করে দিদির নাম নিতেন। আজকের বক্তব্যে বারংবার TMC উচ্চারণ করলেও "মমতা" নামটা সেভাবে উচ্চারণই করেননি।
— Debangshu Bhattacharya Dev (@ItsYourDev) March 1, 2024
মোদী সাহেব বুঝেছেন, বাংলা তার মেয়েকে কতটা ভালোবাসে। তাই গতবারের মত দিদির নাম নিয়ে ভরাডুবির রাস্তা গ্রহণ করতে চাননি। এই ভয় ভালো লক্ষণ!…
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us