Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: সোমবার রাত সাড়ে আটটার পর থেকে মহানগরীর আকাশে একের পর এক ড্রোন। রাত দশটা পর্যন্ত উড়েছে ড্রোন। দুটি ড্রোন পূর্ব কলকাতার দিকে ও দুটি ড্রোন উত্তর কলকাতার দিকে চলে যায়। ড্রোনগুলি উড়তে প্রথম দেখে কলকাতা পুলিশের আধিকারিকরা। হাই সিকিউরিটি জোনে সব ড্রোন উড়েছে বলে জানা গেছে। সমস্ত থানাকে সতর্ক করা হয়েছে।
প্রশ্ন উঠছে যে প্রায় ৪৫ মিনিট ধরে কলকাতায় ৮-১০ টি ড্রোন ওড়াল কারা? রহস্য ভেদ করার চেষ্টা চালাচ্ছে সেনা, বায়ু সেনা এবং কলকাতা পুলিশ। উড়ন্ত ড্রোন নিয়ে কেন্দ্র সরকার রিপোর্ট চেয়েছে।
/anm-bengali/media/media_files/2025/04/23/Id2Mcz7nko0mqEslrWjK.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us