/anm-bengali/media/media_files/TbNf0pFYd3aUvIcdSJ9n.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ২০২৬ বিধানসভা ভোটের আগে ফের বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সফর ঘিরে তীব্র কৌতূহল রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে। আজ দমদমে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। তার আগে তাঁর হাত ধরেই উদ্বোধন হতে চলেছে কলকাতার তিনটি নতুন মেট্রো রুট।
সকাল থেকেই শহরজুড়ে উৎসাহ-উদ্দীপনা। নতুন মেট্রোর উদ্বোধন দেখতে বিমানবন্দর থেকে শিয়ালদহ সর্বত্র ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে অফিসযাত্রীদের কাছে এই নতুন রুট চালু হওয়া বড় সুবিধা আনবে বলেই আশা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/eJkUjAQz1WA4rLLmEWL0.jpg)
পাটনা থেকে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে এদিন দুপুরে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরের ভিভিআইপি গেট দিয়ে বেরিয়ে যায় তাঁর কনভয়। এরপরই যশোর রোড মেট্রো স্টেশনে গিয়ে তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস, মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us