New Update
/anm-bengali/media/media_files/yTarIv8nwdXajKNwKPhv.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, দু’দিনের সফরে শুক্রবার অর্থাৎ আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রে খবর, আজ রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আরামবাগে দুপুর ৩টে নাগাদ সভা রয়েছে মোদীর। সেখান থেকে রাজভবনে ফেরার কথা মোদীর। বিকাল ৫টা ২০ মিনিট নাগাদ সেখানে ফিরবেন তিনি। এরপর রাজভবনে মমতার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গিয়েছে।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
প্রসঙ্গত, বকেয়া নিয়ে গত কয়েক মাস ধরে রাজ্য-কেন্দ্রের টানাপোড়েন চলছে। এই আবহে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us