মোদীর সফর ঘিরে আলিপুরদুয়ার সেজে উঠল, শুরু হচ্ছে গ্যাস বিপ্লব!

আলিপুরদুয়ার ও কোচবিহারে আজ প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে শুরু হচ্ছে ১০১০ কোটির গ্যাস প্রকল্প। লক্ষাধিক বাড়ি ও যানবাহন এবার পাবে PNG ও CNG-র সুবিধা। জানুন বিস্তারিত।

author-image
Debapriya Sarkar
New Update
Police

নিজস্ব সংবাদদাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার। আজ তিনি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ‘সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন (CGD)’ প্রকল্পের শিলান্যাস করবেন।

Modi

এই প্রকল্পের মোট ব্যয় ১০১০ কোটি টাকারও বেশি। এর মাধ্যমে প্রায় ২.৫ লক্ষ বাড়িতে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস (PNG) সরবরাহ করা হবে। পাশাপাশি ১০০-র বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিল্পক্ষেত্র এই সুবিধা পাবে। শুধু তাই নয়, যানবাহনের জন্য প্রায় ১৯টি CNG স্টেশন তৈরি করা হবে, যাতে পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়ে। সরকারের নির্ধারিত ‘মিনিমাম ওয়ার্ক প্রোগ্রাম’ (MWP)-এর লক্ষ্যমাত্রা পূরণ করতেই এই উদ্যোগ।

উত্তরবঙ্গবাসীর কাছে এটি একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত উন্নয়ন বলেই মনে করা হচ্ছে।