New Update
/anm-bengali/media/media_files/oMrhFJujNdr8BuoomJJm.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সব জারিজুরি শেষ করতে তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। রেশন দুর্নীতি মামলার তদন্তে তদন্তকারীদের নজরে রয়েছে অন্তত ২৫ জনের মোবাইল ফোন এবং প্রায় এক ডজন সংস্থা উঠে এসেছে। মোবাইলগুলি বাজেয়াপ্ত করার পর সেগুলোর মাধ্যমে কী কী বিষয় নিয়ে কথোপকথন হয়েছে, টাকা লেনদেন নিয়ে কথা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে এই গোয়েন্দা সংস্থা। পাশাপাশি মোবাইল মালিকদের সঙ্গে মন্ত্রীর মন্তব্য মিলিয়ে দেখা হবে।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us