শর্ট সার্কিট হতে পারে জেনেও তো আত্মহত্যা করার জন্য নামছি ! জমা জলে মৃত্যু প্রসঙ্গে এ কি যুক্তি দিলেন মেয়র পারিষদ

এ কি যুক্তি দিলেন মেয়র পারিষদ তারক সিংহ!

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে, এবার এক আজব যুক্তি দিলেন মেয়র পারিষদ তারক সিংহ। তিনি বলেন,''আমরা সবাই জানি যে জমা জলে শর্ট সার্কিট হতেই পারে। আর শর্ট সার্কিট হলে মৃত্যু হবেই। কিন্তু তারপরেও যদি আমরা জমা জলে নামি,তাহলে আমরা আত্মহত্যা করার জন্যেই নামছি।''

১২৩

এরপর সিইএসসি (CESC) প্রসঙ্গে তিনি বলেন,''লাইনগুলি তো CESC প্রোভাইড করেছে। তবে টেকনিক্যালি CESC সঠিক কথাই বলছে। রক্ষনাবেক্ষনটা আমরা দেখি। প্রতি ওয়ার্ডে আপনি যদি ৫০ হাজার করেও লাইটপোস্ট ধরেন, তাহলেও ১৪৪টি ওয়ার্ডে প্রায় ৫০ লক্ষ লাইটপোস্ট হচ্ছে। প্রতিটি লাইটপোস্টকে কি একটা করে লোক দিয়ে পাহাড়া দেওয়া সম্ভব ? জনগণেরও সচেতন থাকা উচিত। কর্পোরেশনের লাইটপোস্টের রক্ষনাবেক্ষন কর্পোরেশন করে। CESC-র লাইটপোস্ট কর্পোরেশন করে না। তাই সরকারের দায়ের কোনও প্রশ্নই নেই।''