শিক্ষা, নবান্ন-রাজভবন সংঘাত! কী বললেন মিঠুন?

রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে বর্তমানে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে।

New Update
m,n

file pic

নিজস্ব সংবাদদাতাঃ সমাজের শিরদাঁড়া ভাঙতে আগে শিক্ষায় আঘাত করতে হয়। রবিবার স্কটিশ চার্চ কলেজে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন অভিনেতা তথা কেন্দ্রীয় বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। স্কটিশ চার্চ কলেজের প্রাক্তনী মিঠুন। চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের শতবর্ষ স্মরণে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল কর্তৃপক্ষ। সেখানেই অতিথি হিসাবে যোগ দেন প্রাক্তনী মিঠুন। এই মুহূর্তে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে। এই আবহে মিঠুন বলেন, "রাজনীতির বাইরে গিয়ে একটা কথা বলতে চাই। ইতিহাস পড়লে দেখা যাবে, সমাজের মেরুদণ্ডটা ভাঙতে হলে প্রথমে শিক্ষাটা ভাঙতে হয়। সমাজ শুধু নয়, কোনও প্রতিষ্ঠানকে তছনছ করতে হলেও প্রথমে শিক্ষাকে আঘাত করতে হয়। কে করছে, কী করছে আমি বলছি না। আমি কাউকে বলতেও চাই না। তবে সোসাইটি না থাকলে ফাউন্ডেশন থাকবে না, ভবিষ্যৎ তৈরি হবে না। আর আমি ভবিষ্যতেই বিশ্বাসী।"