New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: কয়েকদিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে খোঁজ মিললো আলিপুর বডিগার্ড লাইনের চতুর্থ ব্যাটিলিয়নের কনস্টেবলের। তবে তাঁর দেহ মিললো বডিগার্ড লাইনের পাশে থাকা ঝোপ থেকে। সেখান থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের তরফে প্রাথমিক ভাবে জানানো হয়েছে, আত্মহত্যা করেছে ওই কনস্টেবল। বেশ কিছুদিন ধরে মানসিক ভাবে ভুগছিলেন তিনি। আর তারপরই কয়েকদিন আগে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান তিনি। পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডাইরিও করা হয়। আর এদিন মিললো তাঁর নিথর দেহ।
/anm-bengali/media/media_files/rNmDutLsOTNUIXIhQ8H1.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us