New Update
/anm-bengali/media/media_files/C0Uf2nFkTGUVSY9U1QSX.png)
নিজস্ব সংবাদদাতা : ফের বঙ্গ রাজনীতিতে কুকথার হিড়িক পড়েছে। এবার সুকান্ত মজুমদারকে ‘কলাপাতা পরিয়ে’ বাড়ি পাঠানোর হুমকি দিলেন মন্ত্রী উদয়ন গুহ। একের পর এক বিতর্কিত মন্তব্য় করে খবরের শিরোনামে মাঝে মাঝেই উঠে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এবার বিজেপির রাজ্য সভাপতিকে হুঁশিয়ারি দিতে গিয়ে ফের বিতর্কে জড়ালেন তিনি। উদয়ন গুহ বলেন, “সুকান্ত মজুমদারকে বলছি, নিরাপত্তারক্ষী না নিয়ে রাস্তায় বের হন, সাধারণ মানুষ জামাকাপড় খুলে নেবে। কলাপাতা পরে বাড়ি ফিরতে হবে।” আবার বিতর্ক দানা বেঁধেছে। প্রসঙ্গত, কোচবিহারে দাঁড়িয়ে উদয়নকে হুমকি দিয়ে সুকান্ত মজুমদারও বলেছিলেন, “নিরাপত্তারক্ষী না থাকলে ১৫ মিনিটে শেষ উদয়ন।” এরই পালটা দিলেন এবার রাজ্যের মন্ত্রী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us