পুজোর পর অতিরিক্ত বিদ্যুতের বিল আসবে না, রাজ্যবাসীকে আশ্বাস বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের

আর কি বললেন তিনি?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-27 at 5.57.27 PM

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস পুজো নিয়ে রাজ্যবাসীর জন্য করলেন বড় ঘোষণা। তিনি বলেন, "১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে হবে। তার জন্য আমরা প্রস্তুত। আজ থেকে পুজোর কন্ট্রোল রুম চালু হল। জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের পর এই কন্ট্রোল রুম বন্ধ হবে। পুজোর সময় দফতরের ছুটি বাতিল। ১৬১৬ জন সিনিয়র অফিসার অফিসে থাকবে। বিদ্যুৎ দফতরের ৭৩৪১৪ জন কর্মী কাজ করবে। মোবাইল ভ্যান ৩৪৫০টা থাকবে"। পুজোর পর অতিরিক্ত বিদ্যুতের বিল আসবে না, রাজ্যবাসীকে আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর।

s