New Update
/anm-bengali/media/media_files/a8ylISee7Xz0wybqRnF8.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আজ সকলের নজর ব্রিগেডের ওপর। রবিবার কলকাতার ব্রিগেডে সমাবেশ বাম যুব সংগঠন DYFI-এর। সেখানে বামেদের প্রতিবাদের মুখ হচ্ছে মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। চড়ছে পারদ। এদিকে এই ব্রিগেডে হাজির হয়েছেন ‘কমরেড’ মীনাক্ষীর বাবা ও মা। আজকের এই মেগা সমাবেশকে নিয়ে মীনাক্ষীর বাবা জানান, ‘মেয়ে বা বাবা হিসেবে নয়, কমরেড হিসেবে এসেছি।‘ অন্যদিকে নেত্রীর মা জানাচ্ছেন, ‘আমার মেয়ের সঙ্গে লক্ষ লক্ষ লক্ষ্মী আছে।‘
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us