অনলাইন ফর্ম এখনও অধরা, দূরের ভোটারদের চিন্তা বাড়াল এসআইআর প্রক্রিয়া

সমস্যা তৈরি হয়েছে বাড়ির বাইরে থাকা ভোটারদের জন্য।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
1974062-sir

File Picture

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার থেকে সারা দেশের ১২টি রাজ্যের সঙ্গে বাংলায়ও শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় পরিমার্জন (SIR) প্রক্রিয়া। রাজ্যের বুথ লেভেল অফিসার (BLO)–রা প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে Enumeration Form বিলি করছেন। কমিশনের মতে, কাজের গতি ও সাফল্যের নিরিখে বাংলা এগিয়ে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২ কোটিরও বেশি ফর্ম ভোটারদের হাতে তুলে দিয়েছেন বিএলও-রা।

তবে সমস্যা তৈরি হয়েছে বাড়ির বাইরে থাকা ভোটারদের জন্য। চাকরি, পড়াশোনা বা অন্য কারণে যাঁরা রাজ্যের বাইরে বা বিদেশে আছেন, তাঁদের জন্য কমিশন আগে জানিয়েছিল অনলাইন ফর্ম পূরণের ব্যবস্থা থাকবে। কিন্তু তিন দিন কেটে গেলেও এখনও অনলাইন ফর্ম পাওয়া যায়নি কমিশনের ওয়েবসাইটে।

ফলে হতচিন্তায় পড়েছেন হাজার হাজার ভোটার। অনেকেই প্রশ্ন তুলছেন অনলাইন ফর্ম কবে পাওয়া যাবে? সময় কি বাড়ানো হবে?

SIR

কমিশন জানিয়েছে, এই ১২টি রাজ্যের ভোটার তালিকা বিহারের মডেল থেকে অনেক জটিল। অনলাইন ফর্মের ক্ষেত্রে ডিজিটাল স্বাক্ষর (Digital Signature) অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যাতে কোনও ভুল বা নিরাপত্তা সমস্যা না হয়, তাই সময় নিয়ে সিস্টেম তৈরি হচ্ছে।

সূত্রের খবর, আগামী সপ্তাহের মধ্যেই অনলাইন ফর্ম চালু হতে পারে। কমিশনের একাংশের পরামর্শ, যাঁদের পক্ষে সম্ভব, তাঁরা বাড়িতে ফিরে বিএলও-র মাধ্যমে ফর্ম পূরণ করুন, তাহলে ভুলের সম্ভাবনা কম হবে।