ভোট তো হচ্ছে কিন্তু খাবেন কী? শুধু ডাল-ভাত?

ভোট আসে ভোট যায়। কিন্তু সাধারণ মানুষের অবস্থা কি পাল্টায়? এবার সময় এসেছে প্রশ্ন করার।

New Update
dalbhat

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ভোট আসে, ভোট চলে যায়। কিন্তু ভোটারদের অবস্থা, সেই সাধারণ মানুষের অবস্থা এখন কোথায়? ভোট দিতে তো যাবেন কিন্তু কী খেয়ে? পাতে থাকবে শুধু ডাল-ভাত? 

ডাল-ভাতই সম্বল কারণ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য যেভাবে বাড়ছে, সবজির দাম যেভাবে আকাশছোঁয়া হচ্ছে রোজ তাতে ভাতে ভাত ফুটিয়ে খাওয়া ছাড়া আর কোনও উপায় নেই মধ্যবিত্ত পরিবারগুলোর। সঙ্গে একটু ডাল ফুটিয়ে ভাতের সঙ্গে মেখে খেয়ে ঘুমিয়ে পড়ুন।

এই অবস্থায় ভোট তো দেবেন কিন্তু তারপর ভাতের সঙ্গে কী খাবেন সেই প্রশ্নটাও করতে ভুলবেন না রাজ্যের কাছে। ভাবুন ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন।