চূড়ান্ত ভোগান্তিতে মেট্রো যাত্রীরা!

আবারও অফিস টাইমে মেট্রো যাত্রীদের চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হলো। হঠাৎই গিরিশ পার্ক স্টেশনে ২০মিনিট দাঁড়িয়ে থাকে মেট্রোটি। সঠিক কারণ এখনও জানা যায়নি।

author-image
Shroddha Bhattacharyya
New Update
bjigf

BREAKING NEWS: চূড়ান্ত ভোগান্তিতে মেট্রো যাত্রীরা। আজ সকালে হঠাৎ অফিস টাইমে ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চললেও দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত হঠাৎই বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা (Kolkata Metro)। প্রায় ২০মিনিটেরও বেশি সময় ধরে গিরিশ পার্ক স্টেশনে দাঁড়িয়ে থাকে মেট্রো। কতৃপক্ষের তরফ থেকে এখনও সঠিক কারণ জানা যায়নি। আপাতত ময়দান থেকে কবি সুভাষ এবং গিরীশ পার্ক থেকে দক্ষিণেশ্বর স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করছে।

add 4.jpeg

cityaddnew

স

স