/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা : এই মুহূর্তে কলকাতায় বয়ে যাচ্ছে জনজোয়ার। কলেজ স্কোয়ার থেকে শুরু হল বিজেপির মহা মিছিল। ভোট সন্ত্রাসের প্রতিবাদে পথে নেমেছেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা। এক সারিতে হাঁটছেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, রাহুল সিনহারা। প্রচুর সংখ্যাক কর্মী সমর্থকরা বিভিন্ন জেলা থেকে এসে পৌঁছিয়েছে কলকাতায় মিছিলে যোগ দেবেন বলে। প্রত্যেকের হাতে ব্যানার,প্ল্যাকার্ড। পুলিশের অনুমতি ছাড়াই মিছিল এগিয়ে চলেছে রাজপথ দিয়ে। কলকাতা মেডিক্যাল কলেজের সামনে দিয়ে এগিয়ে চলেছে মিছিল। স্লোগান উঠছে ''মমতা বন্দ্যোপাধ্যায় হায় হায়।'' কলেজট্রিটের মুখে কড়া পুলিশি পাহাড়া থাকলেও এখনও পর্যন্ত বিনা বাধায় এগিয়ে চলেছে বিজপির মহা মিছিল। তবে পুলিশ যদি বাধা দেয় তা প্রতিহত করতে অনড় বঙ্গ বিজেপির নেতারা। কার্যত এই মুহূর্তে অবরুদ্ধে হয়ে পড়েছে শহর। ব্যস্ত দুপুরে ব্যস্ত রাস্তায় বন্ধ যান চলাচল। ফলে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us