'মেয়েরা রাত দখল করো'! R G Kar কাণ্ডের প্রতিবাদে কাল মেয়েদের মেগা মিছিল

আর জি কর মেডিক্যাল কলেজে ধর্ষণ ও খুনের দ্রুত বিচার চেয়ে মহিলাদের বিশেষ কর্মসূচি।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2024-08-13 at 10.34.16 AM

নিজস্ব সংবাদদাতা: আর জি করের মহিলা চিকিৎসককে নির্মমভাবে ধর্ষণ-খুনের কাণ্ডে এবার পশ্চিমবঙ্গজুড়ে মেগা মিছিল মহিলাদের। 

WhatsApp Image 2024-08-13 at 10.29.38 AM

কাল পেরোলেই স্বাধীনতা দিবস। আর সেই মাহেন্দ্রক্ষণেই মেয়েরা নিজেদের স্বাধীনতার অঙ্গীকার করবে এবার। কাল বাংলার বেশ কিছু স্থানে মহিলারা জড়ো হবেন এই কাণ্ডের প্রতিবাদে। ঠিক রাত ১১.৫৫ মিনিটে সকলে হবে সোচ্চার। 

RG Kar Doctor Death Case: Rape-Murder Accused Had History Of Abusive  Marriages, Neighbours Claim

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে এই বিশেষ পোস্টার। তাতে লেখা 'মেয়েরা রাত দখল করো, দ্যা নাইট ইজ আওয়ার্স'।

Kolkata doctor case: After raping and murdering, accused went to sleep,  washed his clothes - The Hindu