/anm-bengali/media/media_files/179673-west-bengal-medical-council.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: রাজ্যে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার জট এবার থাবা বসালো মেডিক্যাল পড়ুয়াদের ভবিষ্যতের উপরও। সোমবার রাতে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য স্বাস্থ্যদফতর এমবিবিএস ও বি.ডি.এস (ডেন্টাল) পড়ার জন্য চলমান কাউন্সিলিং প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
প্রসঙ্গত, প্রায় দেড় সপ্তাহ আগে রাজ্যে মেডিক্যাল কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়েছিল। প্রথম পর্যায়ের ‘চয়েজ ফিলিং’ বা পছন্দের কলেজ বাছাইয়ের পর্যায় রবিবার শেষ হয়েছে। মোট ৫ হাজারের বেশি আসনের জন্য ইতিমধ্যেই ১১ হাজারেরও বেশি পড়ুয়াকে যোগ্য মনে করা হয়েছিল।
মঙ্গলবার এই পড়ুয়াদের জন্য প্রথম তালিকা প্রকাশ হওয়ার কথা থাকলেও তার আগেই পুরো প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। স্বাস্থ্যদফতর সূত্রে খবর, রাজ্যে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার বিচারাধীন অবস্থায় কাউন্সিলিং চালিয়ে যাওয়া নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে। সেই কারণেই পুরো প্রক্রিয়া আপাতত বন্ধ রেখেছে নবান্ন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/west-bengal-medical-council.webp)
পড়ুয়াদের আশঙ্কা, অনেক মেধাবী পড়ুয়াই রাজ্যের বাইরে চলে যেতে বাধ্য হতে পারেন এরপর। যার জেরে রাজ্যে আসন ফাঁকা পড়ে থাকার সম্ভাবনা রয়েছে। ‘ম্যানেজড’ ভর্তি ঘিরে দুর্নীতির আশঙ্কা বাড়ছে এর জেরেই। স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলেই কাউন্সিলিং ফের শুরু করা হবে। তবে কবে থেকে তা শুরু হবে, তা এখনও স্পষ্ট নয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us