New Update
/anm-bengali/media/media_files/LeOLUwYAcp4Thmyh2Nbp.jpg)
নিজস্ব সংবাদদাতা: একেবারেই ভালো নেই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, আদালতের বাইরে এই তথ্য দিলেন তাঁর আইনজীবী। শুনানি চলাকালীন অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন তিনি। কোর্ট রুমের বাইরে পাখা চালিয়ে দেওয়া হলেও বমি করেছেন তিনি। এবার ২৪ ঘণ্টার মধ্যে মেডিকেল বোর্ড গঠন করবে কম্যান্ড হাসপাতাল, নির্দেশ ব্যাঙ্কশাল কোর্টের বিচারকের। এছাড়াও মন্ত্রীকে বাড়ির খাবার দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us