/anm-bengali/media/media_files/2025/05/01/Iirs9A2KYXBTpkZhknn8.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: দিঘা সফর শেষেই মেছুয়া বাজারে পরিদর্শনে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতে এই স্থানেই এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড লাগে। যার জেরে অকালে প্রাণ হারায় ২ শিশু সহ ১৪ জন। আর এবার সেই ঘটনায় কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
এদিন সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। তারপর বেড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “কারোর ভুলে নিরীহ মানুষদের প্রাণ যাবে, তা কখনোই মেনে নেওয়া হবে না। এই জঘন্য অপরাধের কোনও ক্ষমা নেই। কঠোর শাস্তি দেওয়া হবে হোটেলের মালিক ও ম্যানেজারকে। মানুষকে বিপদে ফেলে ওরা পালিয়েছিল, যা নিকৃষ্টতম অপরাধ। ১৯৮৯ সালের এই হোটেল। সেই সময় এত বড় হোটেলের অনুমতিই ছিল না”।
/anm-bengali/media/media_files/2025/04/30/iaukq09H6XK63ADraBow.png)
“তারপরেও পুরনো বাড়িতে কীভাবে নতুন নির্মাণ করতে পারে। অগ্নিনির্বাপণ ব্যবস্থা তো ছিল, কিন্তু তাতে জল ছিল না। ফলে সময়ে স্থানীয়রা অল্প আগুন নেভাতে পারেনি। আমি দমকলকে বলবো এবার থেকে তারা প্রত্যেকটা বড় বড় বাড়ি, মাল্টিপ্লেক্স, হোটেল, শপিং কমপ্লেক্স এছাড়া আর যাই থাকুক না কেন, দমকল সারপ্রাইজ ভিজিট দিক”।
একই সাথে পুরসভা, পুলিশ যৌথ উদ্যোগে খেয়াল রাখুক কোথায় কোথায় অবৈধ নির্মাণ হচ্ছে, তার জন্যে ব্যবস্থা নিক। প্রয়োজনে বাসিন্দাদের অন্যত্র কিছুদিনের জন্য সরিয়ে সেই বাড়িগুলির সংস্কার করুক। আমরা ৯০ জনের প্রাণ বাঁচাতে পেরেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ১৪ জনকে বাঁচাতে পারিনি। এই অপরাধ ক্ষমার অযোগ্য”।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us