Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/2d3rOJaFN31R6nwHM6PN.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: রাজ্যে কংগ্রেস-সিপিএমের ঠোকাঠুকিতে আচমকা তোলপাড়। তৃণমূলকে নিশানা করে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম দাবি করেন, 'আমরা বলছি চোর ধরো জেল ভরো। আর বড় চোখ কংগ্রেসের রাহুল গান্ধীর পায়ে গিয়ে পড়ে বলছে দাদা আমায় বাঁচাও। কংগ্রেসকে বুঝতে হবে যে ২০১১ সালে ওরা সমর্থন না করলে তৃণমূল ক্ষমতায় আসত না। আর ক্ষমতায় এসেই কংগ্রেসকে লাথি মেরেছে'। 'কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে', পাল্টা জবাব দেন অধীর চৌধুরী।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us