/anm-bengali/media/media_files/Ybe06EKfpL1yqbPiN9EY.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সোমবার অর্থাৎ আজ সন্ধ্যায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেফতার হতেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। আরজি করের ঘটনাকে সামনে রেখে গত কয়েকদিন ধরেই বেসুরো তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর। এদিন সন্দীপের গ্রেফতারির খবর সামনে আসতে না আসতেই সুখেন্দুশেখর নিজের টুইটার হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন। তাতে ক্রিজের তিনটে উইকেটের মিডল উইকেট ভেঙে পড়ে আছে। সঙ্গে লেখা, 'মিডল স্ট্য়াম্প আপরুটেড, হোয়াট নেক্সট?' যার বাংলা অর্থ, 'মাঝের উইকেটটা পড়ল, এবার কে?'
MIDDLE STAMP UPROOTED. WHAT NEXT? pic.twitter.com/buZonkQyu2
— Sukhendu Sekhar Ray (@Sukhendusekhar) September 2, 2024
প্রসঙ্গত, আজ আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হন সন্দীপ ঘোষ। সোমবার সন্ধ্যায় সিজিও কমপ্লেক্স থেকে সিবিআইয়ের গাড়িতেই নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয় সন্দীপকে। এরপরই জানা যায়, তাঁকে গ্রেফতার করেছে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us