গরম শুরু, তবে অস্বস্তি নেই! কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন এক ক্লিকে

আজ ৬ মে মঙ্গলবার, তাপমাত্রা থাকবে ২৫.৬° থেকে ২৮.২° সেলসিয়াসের মধ্যে। হালকা গরম হলেও দিনটা মোটামুটি স্বস্তিদায়ক বলেই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের।

author-image
Debapriya Sarkar
New Update
weather

নিজস্ব সংবাদদাতা : আজ, ৬ মে মঙ্গলবার, আবহাওয়ার মেজাজ থাকবে খানিকটা মিশ্র। দিনের শুরুটা হবে তুলনামূলকভাবে স্বস্তিদায়ক, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রা।

summerkoll4.jpg

সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। দুপুরের দিকে তা বেড়ে পৌঁছবে সর্বোচ্চ ২৮.২ ডিগ্রি সেলসিয়াসে। গড় তাপমাত্রা দিনভর থাকবে প্রায় ২৪.৪ ডিগ্রির আশেপাশে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫° সেলসিয়াস। 

আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাস বইবে উত্তর-পূর্ব দিক থেকে (NE), যার গতিবেগ থাকবে প্রায় ১০.২ কিমি প্রতি ঘণ্টায়। বাতাসে আর্দ্রতা থাকবে প্রায় ৪৯ শতাংশ, ফলে আবহাওয়া একেবারে শুকনো না হলেও অস্বস্তিকরও নয়।

Weather

সব মিলিয়ে, আজকের দিনটি মোটামুটি আরামদায়ক আবহাওয়ার ইঙ্গিত দিচ্ছে। বাইরে বেরোতে চাইলে সঙ্গে হালকা কাপড় ও পর্যাপ্ত জল রাখাই ভালো।