New Update
/anm-bengali/media/media_files/POdOGFTqLTH6tqHp8XNm.jpg)
নিজস্ব সংবাদদাতা : আজ, ৬ মে মঙ্গলবার, আবহাওয়ার মেজাজ থাকবে খানিকটা মিশ্র। দিনের শুরুটা হবে তুলনামূলকভাবে স্বস্তিদায়ক, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রা।
/anm-bengali/media/media_files/HmGteIiQzJx7fj9Z83yn.jpeg)
সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। দুপুরের দিকে তা বেড়ে পৌঁছবে সর্বোচ্চ ২৮.২ ডিগ্রি সেলসিয়াসে। গড় তাপমাত্রা দিনভর থাকবে প্রায় ২৪.৪ ডিগ্রির আশেপাশে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫° সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাস বইবে উত্তর-পূর্ব দিক থেকে (NE), যার গতিবেগ থাকবে প্রায় ১০.২ কিমি প্রতি ঘণ্টায়। বাতাসে আর্দ্রতা থাকবে প্রায় ৪৯ শতাংশ, ফলে আবহাওয়া একেবারে শুকনো না হলেও অস্বস্তিকরও নয়।
/anm-bengali/media/media_files/2025/04/21/sTLy5sj2VZnTV6t2L9Iu.webp)
সব মিলিয়ে, আজকের দিনটি মোটামুটি আরামদায়ক আবহাওয়ার ইঙ্গিত দিচ্ছে। বাইরে বেরোতে চাইলে সঙ্গে হালকা কাপড় ও পর্যাপ্ত জল রাখাই ভালো।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us