/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : আজ বৃহস্পতিবার সকালে এক ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে আমহার্স্ট স্ট্রিটের ১০৬/৩ দোতলা প্রিন্টিং প্রেসে। এই আগুন লাগার কথা জানতে পেরেই কিছুক্ষনের মধ্যেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দমকল বাহিনী। প্রথমে গ্যাস মাস্ক পরে ভিতরে যাওয়ার চেষ্টা করা হলেও ভিতরে প্রচুর পরিমানে ধোঁয়া থাকায় শ্বাসকষ্ট শুরু হয় অনেকের। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল হন দমকল কর্মীরা। পরে ল্যাডার নিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করা হয়। এই প্রিন্টিং প্রেসে আগুন লাগার ফলে আশেপাশের বেশকিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে।
এই আগুন নেভানোর জন্য চূড়ান্ত তৎপরতা দেখান দমকল বাহিনীর কর্মীরা। প্রায় দেড় ঘন্টার চেষ্টা ও দমকল বাহিনীর ৫টি ইঞ্জিনের সাহায্য পরিস্থিতি বর্তমানে বেশকিছুটা নিয়ন্ত্রণে এসেছে। সকালের থেকে ধোয়ার পরিমান এখন অনেকটাই কমেছে। তবে পকেট ফায়ারের কোনও সম্ভাবনা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/30/ACuXXBmkCdmetrWmMwII.jpg)
উল্লেখ্য,আজ সকালে আমহার্স্ট স্ট্রিটের এই প্রিন্টিং প্রেসে ধোঁয়া বেরোতে দেখেন এলাকার স্থানীয়রাই। পরে তারা দমকল বিভাগে খবর দেন। কিন্তু কেন এই প্রিন্টিং প্রেসে হঠাৎ করে আগুন লেগে গেল আর এই প্রিন্টিং প্রেসের অগ্নি নির্বাপন ব্যবস্থাও ঠিক ছিল কিনা, এই বিষয়গুলিও খতিয়ে দেখছে দমকল বাহিনী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us