New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : আজ সকাল থেকেই আরও একবার ফের শহর কলকাতায় হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আজ শহর কলকাতার দুটি জায়গায় সকাল থেকেই তল্লাশি চালাচ্ছে ইডি। একদিকে নাগেরবাজার ও অন্যদিকে সল্টলেকে চলছে ইডি হানা। ২০১৫ সালে হওয়া একটি FIR এর ভিত্তিতে নাগেরবাজার এলাকার একজন সিভিল ইঞ্জিনিয়ার গৌতম সরকারের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/tCbJD2uUl5TRaIq3l7ng.jpg)
সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে একাধিক পুরসভায় কাজ করেছেন তিনি। অন্যদিকে সল্টলেকের BH ব্লকের এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালাচ্ছে ইডি। ওই ব্যবসায়ীর নাম জগজিৎ সিং যিনি হোটেল ব্যবসার সাথে যুক্ত। তবে ঠিক কোন মামলার ক্ষেত্রে চলছে এই তল্লাশি তা এখনও পর্যন্ত জানা যায়নি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us