ED-র নজরে এবার দমকল মন্ত্রী সুজিত বসু ! দেখুন বড় খবর

বড় পদক্ষেপ নিল ইডি (ED)।

author-image
Debjit Biswas
New Update
sujit bose tmc.jpg

নিজস্ব সংবাদদাতা : পুর নিয়োগ দুর্নীতি মামলাকে কেন্দ্র করে এবার সকাল থেকেই বড় অ্যাকশন নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আজ সকাল থেকেই শহরের বেশকিছু গুরুত্বপূর্ণ জায়গায় এই মামলাকে কেন্দ্র করে হানা দিয়েছে ইডি (ED)। এইমুহূর্তে তল্লাশি চলছে সল্টলেক সেক্টর ওয়ানের একটি ভবনে,ওই ভবনেই রয়েছে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর অফিস।

enforcement ed.jpg

এছাড়াও নাগেরবাজার এলাকায় এক কাউন্সিলরের বাড়িতেও হানা দিয়েছে ইডির আরেকটি টিম। এছাড়াও দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতেও হাজির হয়েছে ইডির একটি টিম। সবমিলিয়ে পুর নিয়োগ দুর্নীতি মামলাকে কেন্দ্র করে ফের একবার উঠে পরে লেগেছে ইডি। এই বিষয়ে আরও রিপোর্ট শীঘ্রই আসছে।