New Update
/anm-bengali/media/media_files/6qur8CqJ9ph4mHKyfLxg.webp)
নিজস্ব সংবাদদাতাঃ শনিবাসরীয় দুপুরে দোকান উচ্ছেদ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল নিউটাউন (Newtown)। উচ্ছেদ ঘিরে মারামারি। দোকান উচ্ছেদ করতে এলে হিডকোর কর্মীদের মারধর করা হয়েছে বলে জানা যায়। এদিকে পাল্টা দোকানদের মারধর করা হয়েছে বলেও শোনা যাচ্ছে। এদিকে দোকানে দোকান আগুন ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us