New Update
/anm-bengali/media/media_files/W6fYJvOkxmsYgZY1BHs6.jpg)
দুর্ঘটনাগ্রস্ত বাসটি
নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার শহরে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা (Accident)। চিংড়িঘাটা (Chingrighata) মোড়ে একটি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টো দিকের লেনে ঢুকে পড়ল একটি বাস। বাসটিতে বেসরকারি ম্যানেজমেন্ট কলেজের বহু পড়ুয়া ছিলেন। জানা গিয়েছে, এহেন দুর্ঘটনায় ম্যানেজমেন্ট কলেজের ৯ জন পড়ুয়া গুরুতর জখম হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডিভাইডারে ধাক্কা মারার পর বাসটি সামনে থাকা একের পর এক দোকানে ধাক্কা মারে। যার জেরে ভেঙে গিয়েছে বহু দোকান। ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছে পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us