New Update
/anm-bengali/media/media_files/XRElVHpOUOscdMvzocvg.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃআজ শহরের রাজপথে ঝড় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার ব্রিগেডের আগে সন্দেশখালিকে ইস্যু করে আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত বিশেষ মিছিল মহিলা তৃণমূল কংগ্রেসের। এদিন সন্দেশখালির ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সন্দেশখালি নিয়ে অনেকে ভুয়ো সন্দেশও দিয়েছেন। সন্দেশ মানে হিন্দিতে বলে সংবাদ। যেভাবে কয়েকটা ঘটনা প্রকাশ করা হয়েছে। হাতের পাঁচটা আঙুল তো সমান নয়। কিছু কিছু জায়গায় অনেক সময় আমাদের নলেজ থাকে না। যদি কোনও কিছু অন্যায় হয়েও থাকে সঙ্গে সঙ্গে আমাদের নলেজে এলে অ্যাকশন নিই। তৃণমূলের কর্মীদের গ্রেফতার করতে কার্পণ্য বোধ করি না।"
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us