New Update
/anm-bengali/media/media_files/dMSDzNgfNWLvmuTp2jMW.jpg)
নিজস্ব সংবাদদাতা: এবার কিছুটা প্রতিবাদী বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। এমন কিছু লিখলেন যা খানিকটা বিভ্রান্তির সৃষ্টি করতে পারে।
এই তৃণমূল নেতা লেখেন, কী চক্রান্ত চলছে আপনি বুঝতে পারছেন! আমি বুঝতে পারছি ! অনেকে বুঝতে পারছেন ! অনেকেই বুঝতে পারছেন না।
জল এখন নাকের উপর দিয়ে বইছে। যে অন্যায়কে মুখ বুজে এতদিন সহ্য করা হয়েছে, সেই অন্যায় এখন বিশাল অজগরের মতো বীভৎস মুখব্যাদন করে মানুষকে গিলে নিতে চাইছে।
গরিব গুরবো খেটে খাওয়া সাধারণ মানুষ আজ বড় বিপদের মুখোমুখি।
আপনি কি বেঁচে থাকতে চান ? তাহলে মৃত্যু ব্যবসায়ীদের বিরুদ্ধে পথে নামতে হবে। রাজপথ কাঁপিয়ে মিছিলে স্লোগান তুলতে হবে- মৃত্যু ব্যবসায়ীরা দুর হটো! মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করো।
হাতে আর কিন্তু বেশি সময় নেই । এখন দেরি করলে অনেক দেরি হয়ে যাবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us