নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে ওয়াকফ আইন বিরোধী একটি মিছিলকে কেন্দ্র করে, তীব্র উত্তেজনা ছড়িয়েছিল। আর আজ সেই ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা।
/anm-bengali/media/media_files/CnoFBIgDjpU4oHanjLn6.jpg)
তিনি জানান, "ওইদিন একটি দল এখানে এসে ইট -পাটকেল ছুঁড়তে শুরু করে এবং পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনায় সিসিটিভি ফুটেজের ভিত্তিতে আপাতত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।''